ফিলিস্তিনের করোনা পরীক্ষা কেন্দ্র উড়িয়ে দিল ইসরায়েল
ফিলিস্তিনের একটি তল্লাশি চৌকি গুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ওই চৌকিটি ফিলিস্তিনিদের জন্য করোনা পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। সোমবার (২০ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। করোনাভাইরাস সংক্রমণরোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তল্লাশি চৌকিটি বানিয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ রোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশ মুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী সেই তল্লাশি চৌকিটি বানিয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। তাছাড়া মৃত্যু হয়েছে আরও তিনজনের। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬০ জন। তাছাড়া মৃত্যু হয়েছে ৬৫ জন। চিকিৎসকরা জানান, করোনা আক্রান্তদের মধ্যে ইন্টেনসিভ কেয়ার (আইসিইউ) ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন। যদিও গোটা দেশে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে একজনও করেনামুক্ত হয়নি। সামরিক সূত্র জানায়, সোমবার ভোরে জেনিনসহ স্থানীয় বেশ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেপ্তারে সামরিক অভিযান চালায় ইহুদিবাদী সেনারা। এ সময় ফিলিস্তিনের ভূখণ্ডে ব্যাপক মাত্রায় গুলি চালানো হয়। এবার ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন ফিলিস্তিনের এক যুবক। পরে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনারা। মূলত তখনই বিমান থেকে গোলাবর্ষণ করে সেই তল্লাশি চৌকিটি গুড়িয়ে দেয়া তারা।