ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ জুলাই, ২০২০ ১৩:০০
সূত্র :

চীনে ফের নতুন করে করোনার হানা, বেশিরভাগ ফ্লাইট বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
চীনে ফের নতুন করে করোনার হানা, বেশিরভাগ ফ্লাইট বন্ধ ঘোষণা

চীনে নতুন করে হানা দিয়েছে করোনা ভাইরাস। দেশটিতে নতুন ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জন দেশের অভ্যন্তরেই সংক্রমিত হয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা আজ শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে। দেশের ভেতরে যে ১৬ জন আক্রান্ত হয়েছে তাদের সবাই শিনচিয়াং প্রদেশের। এর মধ্যে ৬ জনের করোনার উপসর্গ রয়েছে, বাকিরা উপসর্গহীন। শিনচিয়াং প্রদেশে হঠাৎ করে করোনার প্রার্দুভাবে ৬০০শরও বেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাইরের আক্রান্ত ৬ জনের মধ্যে তিনজন গুয়াংডং প্রদেশের, ১ জন ফুজিয়ান প্রদেশের এবং ২ জন শানডং প্রদেশের। এর পাঁচদিন আগে ১৪ জন করোনা শনাক্ত হয় চীনে। এ পর্যন্ত বাইরের দেশ থেকে আগত করোনা আক্রান্তদের মধ্যে ১ হাজার ৯২০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৮৪ জন এখনো হাসপাতালে রয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

উপরে