বাংলাদেশের এমপির দুর্নীতি কেলেঙ্কারি: কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

কুয়তেে গ্রপ্তোর বাংলাদশেি সংসদ সদস্য শহদি ইসলাম পাপুলরে সঙ্গে অবধৈ লনেদনেরে অভযিোগে গ্রপ্তোর হয়ছেনে কুয়তেরে এক সনো র্কমর্কতা। জনিি মজের জনোরলে পদর্মযাদার ছলিনে। দশেটরি স্থানীয় সংবাদ মাধ্যমরে বরাত দয়িে গাল্ফ নউিজ এ তথ্য জানানো হয়। নউিজে বলা হয়, ঘুষরে বনিমিয়ে পাপুলরে অনকে কাজ করে দতিনে কুয়তেরে এই র্কমর্কতা। কুয়তেরে নাগরকিত্ব, পাসর্পোট ও বসবাসরে অনুমতি বষিয়ক দপ্তররে অ্যাসস্ট্যিান্ট আন্ডার সক্রেটোরি থাকা অবস্থায় পাপুলকে অবধৈ লনেদরে মাধ্যমে সহযোগতিা করছেলিনে বলে অভযিোগ আনা হয়।
এরপর গত বৃহস্পতবিার এই সনো র্কমর্কতার বরিুদ্ধে গ্রপ্তোরি পরোয়ানা জারি করে কুয়তেরে পাবলকি প্রসকিউিশন। ওই পরোয়ানার ভত্তিতিইে তাকে গ্রপ্তোর করা হয়। লক্ষ্মীপুর-২ আসনরে সংসদ সদস্য পাপুলকে গত ৬ জুন রাতে কুয়তেরে মুশরফি এলাকা থকেে গ্রফেতার করা হয়।