বাংলাদেশে ভারতের নয়া হাইকমিশনার দোরাইস্বামী
বাংলাদশেে ভারতরে নতুন হাইকমশিনার হসিবেে নযিুক্ত হচ্ছনে বক্রিম দোরাইস্বামী। তনিি র্বতমান হাইকমশিনার রীভা গাঙ্গুলি দাশরে স্থলাভষিক্তি হবনে। ভারতীয় ইংরজেি দনৈকি হন্দিুস্তান টাইমসরে রোববাররে প্রতবিদেনে এ কথা জানানো হয়ছে।ে
অবশ্য আগইে রীভা গাঙ্গুলি দাশরে ফরিে যাওয়া নয়িে খবর মলিছেলি। তবে তখনো নতুন দায়ত্বিে কে আসছনে তা জানা যায়ন।ি
দল্লিি বশ্বিবদ্যিালয় থকেে ইতহিাস বষিয়ে স্নাতকোত্তর বক্রিম দোরাইস্বামী ১৯৯২ ব্যাচরে র্কমর্কতা হসিবেে ভারতরে পররাষ্ট্র ক্যাডারে যোগ দনে। তনিি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়রে অতরিক্তি সচবি হসিবেে দায়ত্বি পালন করছনে।
এর আগে তনিি উজবকেস্তিান ও দক্ষণি কোরয়িায় দশেটরি রাষ্ট্রদূত হসিবেে দায়ত্বি পালন করনে। তারও আগে হংকং, বইেজংি, নউিইর্য়ক, জোহানসের্বাগে ভারতরে কূটনতৈকি মশিনে বভিন্নি পদে দায়ত্বি পালন করনে।
অন্যদকিে দশেে ফরিে রীভা গাঙ্গুলি দাশ যোগ দবেনে পররাষ্ট্র মন্ত্রণালয়রে র্পূব বভিাগরে সচবি হসিবে।ে তনিি ঢাকায় আসার আগে ভারতরে পররাষ্ট্র মন্ত্রণালয়রে অধীনে পরচিালতি আর্ন্তজাতকি সাংস্কৃতকি সর্ম্পক কাউন্সলিরে (আইসসিআির) মহাপরচিালক হসিবেে দায়ত্বি পালন করে আসছলিনে।
গত বছররে ১ র্মাচ ঢাকায় আসনে রীভা গাঙ্গুলি দাশ। তার আগে ঢাকায় ভারতরে হাইকমশিনার হসিবেে দায়ত্বি পালন করছলিনে র্হষ র্বধন শ্রংিলা। তনিি র্বতমানে ভারতরে পররাষ্ট্র সচবিরে দায়ত্বি পালন করছনে।