ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ জুলাই, ২০২০ ১৬:৪৭
সূত্র :

ভারতে করোনার ভয়াবহতার নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
ভারতে করোনার ভয়াবহতার নতুন রেকর্ড

র্পাশ্বর্বতী দশে ভারতে যনে কোনোভাবইে কমছে না প্রাণঘাতী করোনার ভয়াবহতা। প্রতদিনি নতুন করে রর্কেড তরৈি হচ্ছে দশেটতি।ে এদকিে আজ শনবিার (১১ জুলাই) একদনিরে নতুন রর্কেড গড়ছেে দশেট।ি গত ২৪ ঘণ্টায় দশেটতিে করোনাক্রান্ত হয়ছেে ২৭ হাজার ১১৪ জন নাগরকি। ফলে দশেটতিে মোট করোনা আক্রান্তরে সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৯১৬ জন। এদকি,ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৫১৯ জন মৃত্যুবরণ করছে।ে ফলে দশেটতিে মোট মৃতরে সংখ্যা ২২ হাজার ১২৩ জন। এছাড়াও সুস্থ হয়ে ঘরে ফরিছেনে ৫ লাখ ১৫ হাজার ৩৮৭ জন মানুষ।

এদকিে মহারাষ্ট্র-সহ দশেরে কয়কেটি রাজ্যে করােনা সংক্রমণ ক্রমশ গুরুতর আকার ধারন করছ।ে মহারাষ্ট্রে এখনও র্পযন্ত সক্রয়ি আক্রান্ত হয়ছেনে ৯৫,৯৩৪ জন, মৃত্যু হয়ছেে ৯,৮৯৩ জনরে। র্কণটাকে এখনও র্পযন্ত সক্রয়ি করােনা আক্রান্ত ১৯,০৩৯ জন, মৃত্যু ৫৪৩ জনরে। দল্লিতিে সক্রয়ি করােনা আক্রান্ত ২১,১৪৬ জন,মৃত্যু হয়ছেে ৩৩০০ জনরে। গুজরাটে সক্রয়ি করােনা আক্রান্ত ৯,৯০০ জন, মৃত্যু হয়ছেে ২০২২ জনরে। ২৪ ঘণ্টায় মৃত ৫১৯ জনরে মধ্যে ২২৬ জন মহারাষ্ট্ররে, ৬৪ জন তামলিনাড়ুর ও ২৬ জন পশ্চমিবঙ্গরে, ২৭ জন উত্তরপ্রদশেরে, দল্লিরি ৪২ জন। গতকাল শুক্রবার কন্দ্রেীয় স্বাস্থ্য মন্ত্রক থকেে জানানাে হয় দশেে র্বতমানে করােনায় মৃত্যু হার ২.২৭ শতাংশ। দশেরে কন্দ্রেশাসতি অঞ্চল ও রাজ্য মলিয়িে তরিশিটি জায়গায় মৃত্যুর হার দশেে গড় মৃত্যুর হাররে থকেে কম। দশেে করােনা রােগী সুস্থ হওয়ার হার ৬২.৭৮ শতাংশ।

উপরে