ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ জুলাই, ২০২০ ১১:৩২
সূত্র :

৮৬ বছর পর তুরস্কের হাইয়া সোফিয়ায় আজান

অনলাইন ডেস্ক
৮৬  বছর  পর  তুরস্কের  হাইয়া  সোফিয়ায়  আজান

তুরস্করে এক আদালতরে রায়রে পর ইস্তাম্বুলরে খ্যাতনামা হাইয়া সোফযি়ায় আজান দযে়া হয়ছে।ে এর আগে সাবকে এই গর্জিাকে জাদুঘরে পরণিত করা ঠকি ছলি না বলে রায় দযি়ছেে র্তুকী আদালত। এর পরইে তুরস্করে ইসলামপন্থী সরকাররে প্রসেডিন্টে রচেপে তাইপ এরদোয়ান এটকিে মসজদি বানানোর এক বর্তিকতি আদশেে সই করছেনে।

দডে় হাজার বছররে পুরনো হাইয়া সোফযি়া এক সময় ছলি বশ্বিরে সবচযে়ে বড় গর্জিা, পরে তা পরণিত হয় মসজদি,ে তারও পর একে জাদুঘরে রূপান্তরতি করা হয়। রাশযি়ার র্অথোডক্স র্চাচ আদালতরে এই সদ্ধিান্তরে নন্দিা জানযি়ছে।ে রচেপে তাইপ এরদোয়ান বলছনে, আদালতরে রায়রে পর নামাজ পড়ার জন্য হাইয়া সোফযি়াকে খুলে দযে়া হব।ে

হাইয়া সোফযি়ার গুরুত্বর্পূণ র্ধমীয় এবং রাজনতৈকি তাৎর্পয রয়ছে।ে

টুইটারে এক পোস্টে ম.ি এরদোয়ান জানান, হাইয়া সোফযি়ার সম্পত্তি 'দযি়ামাত' বা র্তুকী র্ধমীয় বষিয়ক দফতররে হাতে সোর্পদ করা হব।ে

এরপরই হাইয়া সোফযি়াতে প্রথমবাররে মত আজান দযে়া হয়।

সরকাররে কট্টরপন্থী সর্মথক 'হাবার টভি'িসহ অন্যান্য টলেভিশিন চ্যানলেে এই দৃশ্য সম্প্রচার করা হয়।

হায়া সোফযি়ার ইতহিাস:

হায়া সোফযি়ার ইতহিাসরে সূচনা ৫৩৭ খ্রস্টিাব্দে যখন বাইজান্টাইন সম্রাট জাস্টনিযি়ান ইস্তাম্বুলরে গোল্ডনে র্হন নামে এক জায়গায় একটি বশিাল গর্জিা তরৈরি সদ্ধিান্ত ননে। সসেময় বশিাল গম্বুজরে এই গর্জিাকে বশ্বিরে সবচযে়ে বড় গর্জিা এবং দালান বলে মনে করা হতো। ১২০৪ সালে ক্রসডোরদরে হামলার ঘটনা বাদে কয়কে শতাব্দী ধরে হায়া সোফযি়া বাইজান্টাইনদরে নযি়ন্ত্রণে ছলি। অটোমান (ওসমান) বংশীয় সুলতান তৃতীয় মুহাম্মদ ১৪৫৩ সালে বাইজান্টাইন শাসকদরে হাত থকেে ইস্তাম্বুল দখল করে ননে। তার আগ র্পযন্ত শহরটরি নাম ছলি কনস্টান্টনিোপল। ইস্তাম্বুল দখলরে পর বজিয়ী মুসলমি বাহনিী প্রথমবাররে মতো গর্জিার ভতেরে নামাজ আদায় করনে। অটোমান শাসকরো এরপর হায়া সোফযি়াকে মসজদিে রূপান্তর করনে। মসজদিরে চারপাশে চারটি মনিার তরৈি করনে। এর পররে কয়কেশো বছর ধরে হায়া সোফযি়া ছলি অটোমান মুসলমান সাম্রাজ্যরে কন্দ্রেবন্দিু। ১৯৩৪ সালে তুরস্কে র্ধমনরিপক্ষেতা চালু করার প্রক্রযি়ায় মসজদিটকিে জাদুঘরে পরণিত করা হয়। হায়া সোফযি়া এখন তুরস্করে সবচযে়ে র্দশনীয় স্থান বলে স্বীকৃত। প্রতবিছর ৩৭ লক্ষ র্পযটক এটি দখেতে আসনে। সুত্র : ববিসিি

উপরে