পূর্বাভাসের চেয়েও গভীরতর হবে ইউরোপের অর্থনৈতিক মন্দা: ইউরোপীয় কমিশন
ইউরোপীয় কমশিন গত মে মাসে চলতি বছররে জন্য মন্দার যে র্পূবাভাস দয়িছেলি, এখন দখো যাচ্ছে তা ছাড়য়িে যাচ্ছ।ে নতুন হসিবে বলছ,ে ১৯ দশেরে ইউরোজোনে ২০২০ সালে ৮.৭% মন্দা দখো দতিে পার,ে আর পুরো ইউরোপীয় ইউনয়িনে (২৭টি দশে) র্অথনীতরি ৮.৩% ঋণাত্মক প্রবৃদ্ধি হতে পার।ে মে মাসে যে হসিবে করা হয়ছেলি তাতে ধারণা করা হচ্ছলি এই হসিবে দু’টি যথাক্রমে ৭.৭% ও ৭.৪% হব।ে
একইভাবে র্পূবাভাস বলছ,ে ২০২১ সালে প্রত্যাশার চয়েওে শ্লথগততিে পুণরুদ্ধার হওয়া শুরু হবে ইউরোপরে র্অথনীত।ি সে বছর ইউরো অঞ্চলে ৬.১% হারে র্অথনীতি ঘুরে দাঁড়াব।ে আর ইইউতে তা হবে ৫.৮% হার।ে
মহামাররি প্রভাব বছররে প্রথম কোর্য়াটারইে (জানুয়ার-ির্মাচ) পড়ছে।ে কন্তিু বশেরিভাগ দশে মধ্য র্মাচে কয়কে সপ্তাহ ধরে লকডাউন দয়োয় দখো গছে,ে দ্বতিীয় কোর্য়াটারে (এপ্রলি-জুন) মন্দার প্রভাব বশেি পড়ছে।ে ইইউ কমশিন বলছ,ে ইউরোপরে এককে সদস্য রাষ্ট্ররে ওপর যমেন মহামাররি প্রভাব এককে রকম, তমেনি ঘুরে দাঁড়ানোর ক্ষত্রেওে সটেইি হব।ে যমেন, এ বছর র্জামানরি র্অথনীতি সংকুচতি হবে ৬.৩%, কন্তিু ফ্রান্সে তা ১০.৬%, স্পনেে ১০.৯% ও ইতালতিে ১১.২%।
ইইউ কমশিন যসেব ঝুঁকরি কথা বলছ,ে তা এটা ধরে নয়িে য,ে সামনে করোনার ‘সকেন্ডে ওয়ভে’ আসবে না। তাই অনশ্চিয়তা থকেইে যাচ্ছ।ে তারওপর এই মহামারি কতদনি চলব,ে তাও অজানা। তাই র্অথনতৈকি মন্দার প্রভাব আসলইে কতটা হব,ে তাও অনশ্চিতি। এর প্রভাবে শ্রমবাজাররে সংকট প্রলম্বতি হবে এবং র্আথকি তরলতার সংকটে ভুগবে কোম্পানগিুলো। অনশ্চিয়তার ঝুঁকি রয়ছেে পুঁজবিাজারওে। এই অনশ্চিয়তার কারণে তা স্থতিশিীল হতে পারবে না। সূত্র: ডয়চেে ভলেে