ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১০ জুলাই, ২০২০ ১৬:৫১
সূত্র :

যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠক করবে না উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠক করবে না উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্ররে সঙ্গে উত্তর কোরয়িার আর কোনো বঠৈকরে দরকার নইে বলে জানয়িছেনে দশেটরি র্সবোচ্চ নতো কমি জং উনরে ক্ষমতাধর উপদষ্টো ও বোন। যুক্তরাষ্ট্ররে প্রথম প্রসেডিন্টে হসিবেে দুই বছর আগে সঙ্গিাপুরে উত্তর কোরয়িার র্সবোচ্চ নতোর সঙ্গে বঠৈক করনে। এরপর ২০১৯ সালরে শুরুতে ভয়িতেনামরে হ্যানয়ে দ্বতিীয়বাররে মতো বঠৈকে মলিতি হন ট্রাম্প ও উন। তাতে উত্তর কোরয়িার পরমাণু র্কাযক্রম থকেে সরে আসার র্কাযক্রমে দৃশ্যত কোনো উন্নতি নইে। র্শত অনুযায়ী নজিদেরে ওপর আরোপতি র্অথনতৈকি নষিধোজ্ঞা উঠয়িে নলিে পরমাণু র্কাযক্রম সীমতি করাতে রাজি হয়ছেলি পয়িংইয়ং। কন্তিু নষিধোজ্ঞা ওঠানো নয়িে কোনো পদক্ষপে নতিে দখো যায়নি ওয়াশংিটনরে।

চলতি সপ্তাহে প্রসেডিন্টে ডোনাল্ড ট্রাম্প জানান, তনিি নশ্চিতিভাবে কমিরে সঙ্গে আবার বঠৈকে বসবনে। বঠৈকটি দশে দুটরি মধ্যে অচলাবস্থা নরিসনে সহায়ক হবে বলওে মন্তব্য করনে তনি।ি

  অনকেরে ধারণা নভম্বেররে প্রসেডিন্টে নর্বিাচন সামনে রখেইে উত্তর-কোরয়িা প্রসঙ্গে এসব বলছনে ট্রাম্প। আবার নর্বিাচতি হওয়ার সম্ভাবনা জোরালো করতে নানা ফাঁক-ফন্দি খুঁজছনে এই রপিাবলকিান র্প্রাথী।

কন্তিু ট্রাম্পরে সঙ্গে ফরে বঠৈকরে সম্ভাবনা উত্তর কোরয়িার র্সবময় ক্ষমতার অধকিারী কমি জং উনরে বোন ও অন্যতম আস্থাভাজন উপদষ্টো কমি ইয়ো জং উড়য়িে দয়িছেনে বলে জানয়িছেে কোরয়িান সন্ট্রোল নউিজ এজন্সে।ি

কন্তিু কমি ইয়ো-জং আজ (শুক্রবার) সুস্পষ্ট ভাষায় বলছেনে, এই মুর্হূতে আমরেকিার সঙ্গে আর কোনো আলোচনা নয়। তনিি আরও বলনে, এখন র্শীষ বঠৈক অনুষ্ঠতি হলে তা শুধুমাত্র এক ব্যক্তরি (ট্রাম্পরে) র্স্বাথ রক্ষা করব।ে

অহতেুক বঠৈক হলে সটো কারোর জন্য বরিক্তকির দম্ভ করার উপলক্ষ হতে পারে বলে মনে করনে এই লৌহমানবী, এটা নশ্চিতি য,ে বঠৈক হলে এটাকে কউে বরিক্তকির র্গব হসিবেে ব্যবহার করব।ে

উপরে