ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০ ১০:১১

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে। বুধবার ওয়ার্ল্ডমিটার এ তথ্য জানিয়েছে। 

করোনার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জনে দাঁড়িয়েছে। মারা গেছে মোট তিন লাখ ৪৬ হাজার ৫৮৯ জন।

মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ক্যালিফের্নিয়ায়। এ অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ৩৪ হাজার ৭৬৫ জন। এর পরেই টেক্সাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৩৯ হাজার ৪১৬ জন। এ ছাড়া ওহাইও, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে পাঁচ লাখেরও বেশি করে লোক করোনায় আক্রান্ত হয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি লোক আক্রান্ত ও মারা গেছে।

উপরে