ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০ ১০:১০

ফের ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু সাড়ে ১৩ হাজার

অনলাইন ডেস্ক
ফের ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু সাড়ে ১৩ হাজার

করোনায় আবারও ২৪ ঘণ্টায় সাড়ে ১৩ হাজার মৃত্যু দেখল বিশ্ব। শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে মারা গেছেন ৩৩শ’ মানুষ। ফলে মহামারীর বছরজুড়ে, সংক্রামক ভাইরাসটিতে প্রাণহানি ১৮ লাখ ছুঁইছুঁই।

কেবল মার্কিন ভূখণ্ডেই এ সংখ্যা ৩ লাখ ৪৬ হাজারের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ, প্রায় ১১শ’ মৃত্যুর ফলে ব্রাজিলে করোনায় প্রাণহানি ১ লাখ ৯৩ হাজারের মতো। মঙ্গলবার প্রায় ১ হাজার মৃত্যু রেকর্ড করেছে জার্মানিও। ইতালিতে মারা গেছেন আরও সাড়ে ৬শ’ মানুষ; রাশিয়ায় সাড়ে ৫শ’র বেশি। এদিন গড়ে ৪ থেকে ৫শ’ মানুষ মারা গেছেন দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, মেক্সিকো ও যুক্তরাজ্যে।

মহামারীতে ভারতে মোট প্রাণহানি ১ লাখ ৪৯ হাজারের কাছাকাছি; মেক্সিকোতে এ সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৩ হাজার। এদিকে, বিশ্বজুড়ে নতুন করে ভাইরাসের উপস্থিতি মিলেছে প্রায় ৬ লাখ মানুষের শরীরে। ফলে আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২৩ লাখের কাছাকাছি।

উপরে