ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০ ১০:০৯

এবার আমেরিকায় হানা দিল করোনার নতুন স্ট্রেইন

অনলাইন ডেস্ক
এবার আমেরিকায় হানা দিল করোনার নতুন স্ট্রেইন

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত আমেরিকায় এবার শনাক্ত হল ভাইরাসটির নতুন স্ট্রেইন। দেশটিতে প্রথম শনাক্ত হওয়া ভাইরাসটির অতিসংক্রামক নতুন রূপটিতে আক্রান্ত ওই ব্যক্তি কলোরাডো রাজ্যের বাসিন্দা।

বিবিসি জানিয়েছে, আক্রান্ত ২০ বছরের ওই তরুণের সম্প্রতি কোনও ভ্রমণ ইতিহাস নেই। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

রাজ্য স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত তরুণের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া করোনার নতুন এই রূপটিতে অন্য কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা জানতে কাজ চলছে। আমেরিকায় করোনাভাইরাসে এক কোটি ৯০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তিন লাখ ৩৭ হাজারের বেশি মানুষ। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আমেরিকায় সর্বোচ্চ।

চলতি মাসের মাঝামাঝি সময়ে ব্রিটেনের করোনার নতুন রূপটি শনাক্ত হয়। গত বছর উহানে করোনার যে স্ট্রেনটি শনাক্ত হয়েছিল এটি তারচেয়েও ৭০ গুণ বেশি সংক্রামক। তবে আক্রান্ত ব্যক্তির জন্য এটি তুলনামুলকভাবে কম বিপজ্জনক। ইতোমধ্যে ১৫টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে নতুন স্ট্রেনটি।

উপরে