হংকংয়ে মিলেছে নতুন ধরণের করোনাভাইরাস
ইউরোপ থেকে ছড়িয়ে পড়া নতুন ধরণের করোনাভাইরাস এবার মিলেছে হংকংয়ে। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দুই শিক্ষার্থী দেশটিতে ফিরলে তাদের শরীরে এই নতুন ভাইরাসটি শনাক্ত হয়। বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের সংক্রামক রোগ শাখার প্রধান ডা. চুয়াং শুক-কুয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স'র।
ডা. চুয়াং শুক-কুয়ান বলেন, যুক্তরাজ্যের ‘এশিয়ান ফাইনানশিয়াল হাব’ থেকে ফেরার পর দুই শিক্ষার্থী করোনা পজেটিভ হন। তাদের শরীরে পাওয়া নমুনার সঙ্গে ইউরোপের নতুন ধরণের করোনাভাইরাসের মিল পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা দরকার বলে জানিয়েছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যুক্তরাজ্য ছাড়াও করোনার নতুন এ ধরনটি ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়াতে পাওয়া গেছে। এ ছাড়া, দক্ষিণ আফ্রিকায় আরো একটি নতুন ধরণের সন্ধান মিলেছে। নতুন ধরণের এই ভাইরাসে বিশেষ করে শিশুরাও সংক্রমণের শিকার হতে পারে এমনটাই ধারণা চিকিৎসা বিজ্ঞানীদের। তবে নতুন প্রকৃতির এই ভাইরাস সম্পর্কে জানতে আরো তথ্যের প্রয়োজন বলছেন ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশেষজ্ঞরা।