‘১৩ রোগীরই শ্বাসনালী পুড়ে গেছে, বাঁচানো কঠিন’
মসজিদে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘দগ্ধ ১৩ রোগীরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের বাঁচানো কঠিন হয়ে পড়েছে। তারা প্রত্যেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। কেউই ঝুঁকিমুক্ত নন।’ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের যা যা সুযোগ-সুবিধা আছে, সব ব্যবহার করে আমরা চেষ্টা করছি; বাকিটা ওপর ওয়ালার ইচ্ছা। সবাইকে বলবো, আহতদের জন্য দোয়া করবেন।’ এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে ২৬ জন মারা গেছেন। বাকি ১৩ জনের অবস্থাও আশঙ্কাজনক।