ঢাকা, শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
আপডেট : ১১ জুলাই, ২০২০ ১১:৩৮
সূত্র :

করোনা নিয়ে নতুন করে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
করোনা নিয়ে নতুন করে যা বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারি করোনাভাইরাস এখনও নয়িন্ত্রণে আনা সম্ভব বলে জানয়িছেে বশ্বি স্বাস্থ্য সংস্থা। শুক্রবার (১১ জুলাই) করোনাভাইরাস বষিয়ক সংবাদ সম্মলেনে একথা বলনে বশ্বি স্বাস্থ্য সংস্থার প্রধান টড্রেোস আধানম ঘব্রেইেয়সেুস। তনিি বলনে, যসেব জায়গায় করোনা সংক্রমণ সবচয়েে বশে,ি সখোনে বশেমিাত্রায় টস্টে করতে হব।ে ভয়িতেনাম, কম্বোডয়িা, থাইল্যান্ড, নউিজল্যিান্ড, ইতাল,ি এমনকি ভারতরে ধারাভি বস্তরি কথাও উল্লখে করছেনে তনি।ি

তনিি জানয়িছেনে, বশ্বিে এমন একাধকি জায়গার উদাহরণ রয়ছে,ে যখোনে করোনা পরস্থিতিি বড়েে যাওয়ার পরও নয়িন্ত্রণে আনা সম্ভব হয়ছে।ে গত কয়কেদনি ধরে একটি খবরে করোনাভাইরাস নয়িে আরও বশেি উদ্বগে বড়েছেে সাধারণ মানুষরে। বজ্ঞিানীরা জানয়িছেনে, করোনা ভাইরাস বায়ুবাহতি। র্অথাৎ বাতাস থকেওে ছড়াতে পারে ভাইরাস। নতুন এই তত্ত্ব নয়িে শুরু হয়ছেে জোর জল্পনা। বশ্বি স্বাস্থ্য সংস্থাও বজ্ঞিানীদরে কথায় স্বকিৃতি দয়িছেনে।

এ বষিয়ে বশ্বি স্বাস্থ্য সংস্থার চফি সায়ন্টেস্টি সৌম্যা স্বামীনাথন জানয়িছেনে, খুব অল্প কছিু ক্ষত্রেে করোনার জীবাণু বাতাসে বাঁচতে পার,ে সংক্রমণও ঘটাতে পার।ে এই যে আমরা কথা বলছ,ি গান গাইছি এমনকী শ্বাসপ্রশ্বাস নচ্ছিি এর মাধ্যমে মুখ থকেে অসংখ্য ছোট ছোট জলরে ফোঁটা নর্গিত হচ্ছ।ে এগুলরি আকার ভন্নি ভন্নি।

তনিি বলনে, যগেুলি বড় সগেুলি ১-২ মটিাররে মধ্যে মাটতিে পড়ে যায়। তাই সোশ্যাল ডসিট্যান্সংি-এর কথা বলা হয়। তবে যসেব কণা আকারে অপক্ষোকৃত ছোট র্অথাৎ ৫ মাইক্রনরেও কম, তাদরে বলে এরোসোল। এগুলি বাতাসে আরও কছিু সময় থাকতে পার,ে মাটতিে পড়তে একটু বশেি সময় নয়ে। ফল,ে হাওয়ায় এদকি ওদকি হতে পারে সগেুল।ি সইে কণা কউে প্রশ্বাসরে সঙ্গে গ্রহণ করলে সংক্রমণ হতে পার।ে

উপরে