ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৯

ফেসবুকে যা বললেন হাসান আল মামুন

অনলাইন ডেস্ক
ফেসবুকে যা বললেন হাসান আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা ধর্ষণের মামলায় অভিযুক্ত ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পরই তিনি নিজ অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি লিখেন।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, অভিযোগকারী মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে আমাকে, আমার পরিবার ও সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করেছে। তিনি লিখেন, আপনারা যারা আমাকে চিনেন বা জানেন, তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি আমি অপরাধী হয়ে থাকি তাহলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবেন আর যদি নিরাপরাধ হয়ে থাকি আমার পাশে দাঁড়াবেন। ভয়াবহ দুঃসময়ের মুখোমুখি জীবন!

(ফেসবুক থেকে সংগৃহীত)

 

উপরে