ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ জুলাই, ২০২০ ১১:২৮
সূত্র :

পুরো সমাজ ব্যবস্থাই আসলে দাঁড়িয়ে আছে "প্রতারণার" ওপর!

অনলাইন ডেস্ক
পুরো সমাজ ব্যবস্থাই আসলে দাঁড়িয়ে আছে

রজিন্টে হাসপাতালরে মালকি সাহদে সনোবাহনিীর মজের, র্কনলে, পুলশি অফসিার, ম্যাজস্ট্রিটে ইত্যাদি পরচিয় দয়িে প্রতারণা করছেনে। ঠকি আছে বুঝতে পারলাম বষিয়টা।

এই নয়িে এখন নানান লখোলখেি চলছ।ে সকেি আলোচনা- সমালোচনা এই লোক'কে নয়ি!ে এই লোক একটা বশিাল "প্রতারক!" কন্তিু মূল বষিয়টা নয়িে কউে একটা কথাও বলছে না।

সনোবাহনিীর র্কনলে, মজের কংিবা পুলশি অফসিার, ম্যাজস্ট্রিটে পরচিয় দয়িে যে তনিি এতো দনি প্রতারণা করে এসছ-ে সটো কীভাবে সম্ভব হলো?

এর মানটো আসলে ক?ি

একজন মানুষ সনোবাহনিীর মজের, র্কনলে, পুলশি অফসিার ইত্যাদি হলে কী তার পক্ষে যে কোন কছিু করে ফলো সম্ভব?

তনিি না হয় মজের, র্কনলে, ম্যাজস্ট্রিটে কংিবা পুলশি অফসিার ছলিনে না। মথ্যিা পরচিয়ে এইসব কাজ করছেনে। এই জন্য আপনারা তাকে প্রতারক বলছনে।

কন্তিু যারা সত্যি সত্যি র্কনলে, মজের , পুলশি কংিবা ম্যাজস্ট্রিটে; তাহলে তারা কি তাদরে নজি পরচিয়ে এইসব অনয়িম করে বড়োচ্ছ?ে

তনিি যদি এইসব পরচিয় দয়িে এতো সব অনয়িম করে বড়োতে পার-ে এর মানে তো পরষ্কিার! এইসব পরচিয় দলিে সাত খুন মাফ!

আপনারা এখন তাকে না হয় প্রতারক বলছনে। কন্তিু এর মাধ্যমে যে একটা বষিয় পরষ্কিার হয়ে যাচ্ছ-ে সমাজে এই সব পরচিয়ধারী মানুষগুলোর জন্য যে কোন অনয়িমও আসলে নয়িম! এই নয়িে না বলা যাবে কোন কথা, না করা যাবে কোন প্রতবিাদ।

এই যে বুয়টে, মডেকিলে থকেে পাশ করা ডাক্তার-ইঞ্জনিয়িারগুলো বসিএিস পরীক্ষা দয়িে ফরনে ক্যাডারে যাচ্ছ,ে পুলশি কংিবা ম্যাজস্ট্রিটে হচ্ছ;ে কনে হচ্ছে তারা?

তাদরে শশৈব, কশৈোর কংিবা বশ্বিবদ্যিালয় জীবন তো কটেছে-ে ডাক্তার কংিবা ইঞ্জনিয়িার হবার স্বপ্ন।ে তাহলে হঠাৎ করে তারা বসিএিস ক্যাডার হবার পছেনে ছুটছে কনে?

কারণ জাননে তো?

বশ্বিবদ্যিালয়ে পড়তে পড়তে তারা যখন আবষ্কিার করছে-ে একজন পুলশি অফসিাররে সাত খুন মাফ! একজন ম্যাজস্ট্রিটে চাইলইে সকল রকম ক্ষমতা প্রয়োগ করতে পার।ে একজন বসিএিস ক্যাডাররে বৌয়রে ব্যাংক একাউন্টে কোটি কোটি টাকা থাক;ে তখন তারা তাদরে স্বপ্ন'টাও পরর্বিতন করছেে !

শুধু কি তাই?

বসিএিস ক্যাডার হলে এমনকি দশেরে প্রথম সাররি পত্রকিাগুলোসহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলো তাদরে নয়িে প্রথম পাতায় বশিাল সংবাদ রচনা কর-ে কীভাবে তারা ক্যাডার হলো! আহা, কতো'ই না সম্মান! অথচ বছরে পর বছর, যুগরে পর যুগ গান গয়েে বাংলাদশেদিরে মনে জায়গা পাওয়া গায়ক কশিোর দা কয়দনি আগে মারা গলেনে; তার জায়গা হয়ছেে ওই এক'ই পত্রকিার শষে পাতার এক কলাম।ে

এই হচ্ছে আমাদরে অবস্থা- আমরা জ্ঞানী-গুণীদরে এখন আর মূল্যায়ন করি না। শল্পি-সাহত্যি-বজ্ঞিান এই সমাজে এখন আর মূল্যায়তি হয় না।

রজিন্টেরে সাহদে যে নয়িম করে প্রতদিনি মাঝ রাতে টলেভিশিনগুলোর টকশোতে ঝড় তুলতো- কীভাবে সে এইসব টকশোতে গয়িে বুদ্ধজিীবী বনে গলে?

এইসব সাংবাদকিরা হয় তার টাকা খয়েছে,ে কংিবা তার দয়ো ফাইভ স্টার হোটলেরে নানান সব র্পাটতিে গয়িে আনন্দ র্ফুতি করছেে অথবা নানান ভাবে কোন কোন ফায়দা হাসলি করছে।ে

এরা কি আমার-আপনার মতো মানুষদরে কথা বলার জন্য ডাক?ে

তাহল,ে সাহদেরে মতো মানুষ; যনিি কনিা স্কুল লভেলেরে বশেি পড়াশুনা র্পযন্ত করতে পারনে;ি সে কি করে এই দশেে বুদ্ধজিীবী বনে যায়?

কারণ এই দশেে টাকা এবং ক্ষমতাই সব কছিু। এরাই এখন এই দশেরে বুদ্ধজিীবী!

আজ আপনারা বলছনে- সাহদে নজিকেে মজের, র্কনলে, ম্যাজস্ট্রিটে, পুলশি অফসিার পরচিয় দয়িে "প্রতারণা" করছে।ে

এই সব পরচিয় দলিইে তাহলে এই দশেে যে কোন কাজ করে ফলো যায়!

বাহ কি চমৎকার!

আপনারা কি বুঝতে পারছনে না- পুরো সমাজ ব্যবস্থাই আসলে দাঁড়য়িে আছে "প্রতারণার" ওপর!

(ফসেবুক থকেে সংগৃহীত)

উপরে