ঢাকা, বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৪

ওস্তাদ জাকির হুসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
ওস্তাদ জাকির হুসেন আর নেই

উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হুসেন আর নেই।

সোমবার (১৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।  তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন।

তার পরিবারের পক্ষ থেকে শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাকির হুসেনের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দুই সপ্তাহ ধরে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকিরের। তার পিতা ওস্তাদ আল্লা রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন জাকির।

২০২৪ সালে জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলাবাদক হিসেবে ছিলেন জাকির। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনের মতো দিকপাল শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গ করেছেন ওস্তাদ জাকির হুসেন।

উপরে