ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৮

প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার

নিজস্ব প্রতিবেদক
প্রেম-ভালবাসায় আর বিশ্বাস নেই অহনার

২০২৪ সালকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি প্রেম, ভালোবাসা এবং বিয়ে নিয়ে খোলাখুলি আলোচনা করেন। তার বক্তব্যে উঠে এসেছে, সম্পর্ক থেকে কষ্ট পাওয়ার অভিজ্ঞতা এবং এর প্রভাব।

অহনা স্পষ্ট জানান, তিনি এখন আর প্রেম বা ভালোবাসা বিশ্বাস করেন না। ফলে বিয়েও তার পরিকল্পনায় নেই। তিনি বলেন, “কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। কেন জানি মনে হয় আমার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ স্বার্থপর।”   অহনা জানান, একসময় তার মা তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন। তবে মেয়ে যখন সম্পর্কের কষ্ট এবং মানসিক অবস্থার কথা শেয়ার করেছেন, তখন থেকে মা-ও চাপ দেওয়া বন্ধ করেছেন।   অহনা জানান, ২০২৫ সাল থেকে অভিনয়ের কাজ প্রায় বন্ধ করে দেবেন। ধীরে ধীরে কাজ কমিয়ে দেওয়ার মাধ্যমে তিনি তার ব্যক্তিগত জীবনের জন্য সময় বের করতে চান। এর আগে তিনি এক সাক্ষাৎকারে বলেন, “২০২৫ সালে কাজ করলেও খুব কম কাজ করবো।”   ২০০৭ সালে অভিনয় জীবন শুরু করা অহনা তার অভিনয়ের ধারাবাহিকতায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নাটকটি ব্যাপক প্রশংসা পেয়েছে। তবে ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়ে পাওয়া কষ্ট তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।

অহনার এই স্বীকারোক্তি তার ভক্তদের জন্য একটি বিস্ময়ের বিষয়। তবে তিনি যা বলেছেন, তা তার জীবনের বাস্তবতা এবং অভিজ্ঞতার প্রতিফলন।

উপরে