ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬

আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন

নিজস্ব প্রতিবেদক
আপনার স্ত্রী যা বলে তাই করুন: অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন রবিবার রাতে মুম্বাইতে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-এ অংশ নিয়েছিলেন। অ্যাওয়ার্ড শো চলাকালীন অভিষেক বচ্চন হোস্টের সঙ্গে একটি মজার আড্ডায় লিপ্ত হন এবং তার পরামর্শ শেয়ার করেন ‘বিবাহিত পুরুষদের’ কি করতে হবে। স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের কাছ থেকে বিচ্ছেদের গুজবের মধ্যে এই ‘স্বামী টিপস’ ইন্টারনেটের ছড়িয়ে পড়ে। 

ইনস্টাগ্রামের ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিষেক বচ্চনকে জিজ্ঞাসা করা হয় ‘আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই কিভাবে আপনি আপনার মাধ্যমে সমালোচকদের চুপ করে দেন? পারফরম্যান্স আপনি কীভাবে এটি পরিচালনা করতে পারেন?

অভিষেক উত্তরে বলেন, ‘এটা খুবই সহজ। আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরিচালকরা আমাদের যা করতে বলেন আমরা তাই করি। তারা বলে আপনার কাজ করুন এবং বাড়ি যান।

আড্ডায় একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন হোস্ট অভিষেকের টিপসকে স্ত্রীর নির্দেশ অনুসরণ করার সঙ্গে তুলনা করেন। অভিষেক পাল্টা গুলি করে বললনে, সব বিবাহিত পুরুষদেরই তা করতে হবে... তোমার স্ত্রী যেভাবে বলে তাই করো।

তারপরই নেটাগরিকেরা তুলছেন প্রশ্ন, অভিষেক কেন এমন কথা বলতে গেলেন হঠাৎ! ভারতের অন্যতম আলোচিত বচ্চন পরিবারের বধূ হয়েছিলেন ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। প্রায় ১৭ বছর অভিষেক-ঐশ্বরিয়া দাম্পত্য নাকি ভাঙনের মুখে, এমন আলোচনায় মুখরিত গোটা দেশ। তারা একত্রে আর থাকেন না, এমনকি অম্বানী পরিবারের বিবাহ উৎসবেও তারা আলাদা গিয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের বিষয়ে সরাসরি মুখ খোলেননি কোনও তরফই। এরই মধ্যে শোনা গিয়েছে অভিষেক-ঐশ্বরিয়াকে নাকি দেখা যাবে মণি রত্নমের পরবর্তী ছবিতে। রবিবার সকালেই একটি ভিডিও ভাইরাল হয়, যা থেকে বোঝা যায় জুটিতে একই সঙ্গে মেয়ে আরাধ্যার ১৩ বছরের জন্মদিন পালনও করেছেন। সে রাতেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন অভিষেক।

উপরে