ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৪

দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা মুক্তি পাচ্ছে শুক্রবার

শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ইরফান-আইশা অভিনীত ‘ভয়াল‘ সিনেমা। সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু হয়েছে সার্টিফিকেশন বোর্ড। এটি চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। 

সিনেমাটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। এর অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটির প্রচারণায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। 

‘ভয়াল’ সিনেমা নিয়ে এ অভিনেতা বলেন, সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।

প্রাপ্তবয়স্ক সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, সচরাচর যারা ১৮ বছরের নিচে, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।

এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলেন, ‘পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ‘ভয়াল’ সিনেমা দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘ভয়াল গল্পনির্ভর সিনেমা। প্রেক্ষাগৃহে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলব, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ আরও অনেকেই।

উপরে