ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
আপডেট : ৯ নভেম্বর, ২০২৪ ১৫:১৭

ভগ্নিপতিকে হুঁশিয়ারি সালমান খানের

নিজস্ব প্রতিবেদক
ভগ্নিপতিকে হুঁশিয়ারি সালমান খানের

ভুল করলেও প্রকাশ্যে তা স্বীকার করার ক্ষমতা রাখেন সালমান খান। কখনও সাক্ষাৎকারে, কখনও আবার ‘বিগবস্’-এর মঞ্চে নিজেকে নিয়ে মুখ খুলেছেন তিনি। তবে হাজার ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও, তার অনুরাগীর সংখ্যা মোটেই কম নয়।

বলিউডের ভাইজান তিনি। তাই তার মতো হয়ে উঠতে চান বহু অনুরাগী। সালমান ভগ্নিপতি আয়ুষ শর্মাও নাকি বেশ কিছু ক্ষেত্রে তার মতো হতে চান। সালমানই তার অনুপ্রেরণা। কিন্তু বিষয়টি মোটেই পছন্দ হয়নি ভাইজানের। তাই আয়ুষকে স্পষ্ট বলে দিয়েছেন, তার মতো হয়ে ওঠার কোনও প্রয়োজন নেই।

আয়ুষের প্রথম ছবি ‘লভরাত্রি’। ছবির প্রচারের সময় আয়ুষকে প্রশ্ন করা হয়েছিল, “সালমানের কোন গুণগুলো তিনি নিজের জীবনে অনুসরণ করতে চান?” আয়ুষের সঙ্গে সে দিন ছিলেন সালমানও। তিনিই ভগ্নিপতির হয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেন।

সালমান, “আমার গুণগুলো ও যত এড়িয়ে চলবে তত ভাল ওর জন্য। আমার বোনের সঙ্গে ওর বিয়ে হয়ে গিয়েছে।”

শুধু অভিনয় নয়। ব্যক্তিগত জীবনের কারণেও বার বার শিরোনামে এসেছেন সালমান খান। একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি।

একাধিক প্রেম হলেও, এখনও বিয়ে করেননি ভাইজান। যদিও অনুরাগীরা এখনও আশা ছাড়েননি। তাদের আশা, ভাইজান ঠিক এক দিন বিয়ে করবেন। যদিও সালমানের প্রেমিকার তালিকা লম্বা হলেও বিয়েতে নৈব নৈব চ। তাই সালমান চান না, বোন অর্পিতা খানের স্বামী আয়ুষও তার পথ অনুসরণ করুক।

সেই জন্য সলমন আগেই আয়ুষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার গুণ অনুসরণ করার কোনও দরকার নেই। তবে আয়ুষ জানিয়েছেন, তিনি সালমান গুরু মেনেছেন। সালমান তার কাছে ‘দ্রোণাচার্য’।

উপরে