ঢাকা, বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০৫

ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ

আজ ৩৫ এ পা দিলেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। ছবি বাছাইয়ের ক্ষেত্র, অভিনয়দক্ষতা এবং রুচি তাঁকে বলিউডের প্রথম সারির নায়িকার তকমা দিয়েছে। শুধু অভিনয়ই নয়, অন্যান্য অনেক কারণে জনপ্রিয় এই বলিউড ডিভা। তার মধ্যে রয়েছে দারুণ সব ডান্স নাম্বার।

কামলি, চিকনি চামেলি, আফগান জালেবি আর মাশাল্লাহ'র মতো দুর্দান্ত সব ডান্স নাম্বারেও স্বতঃস্ফূর্ত তিনি।

খুব শিগগিরই ক্যাটরিনার দুটি বড় প্রজেক্ট আসছে। একটি বিগ বি অমিতাভ বচ্চন আর আমির খানের সাথে 'ঠগস অব হিন্দুস্তান' ও আরেকটি বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে 'জিরো'। 

সম্প্রতি তিনি সালমান খানের সাথে সুপারহিট মুভি 'রেস ৩'-এ ছিলেন এবং 'দাবাং রিলোডেড ট্যুর'-এ অংশ নিয়েছেন।

উপরে