ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১৩:৪৯

সৃজিতই আমাকে প্রথম মেসেজ পাঠান: বাঁধন

অনলাইন ডেস্ক
সৃজিতই আমাকে প্রথম মেসেজ পাঠান: বাঁধন

ভারতের আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত ডিসেম্বরে ভারতে গিয়ে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ শিরোনামের ওয়েব সিরিজটির শুটিং শেষ করে আসেন অভিনেত্রী বাঁধন। আগামী ১৩ আগস্ট ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি।

কীভাবে এই সিরিজটির সঙ্গে যুক্ত হলেন বাঁধন? সৃজিতের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার মাধ্যমেই কি সৃজিতের সঙ্গে যোগাযোগ বাঁধনের? বাধঁন জানালেন, নাহ, সেভাবে নয়, ফেসবুক মেসেঞ্জারে সৃজিত নক করেছিলেন তাকে। এরপরও বিষয়টি নিয়ে কথা আগায়। এর আগে সৃজিতের সঙ্গে আগে তার পরিচয় ছিল না বা কখনোই কথা হয়নি জানিয়ে বাঁধন বলেন, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আমাকে মেসেজ পাঠান সৃজিত। আমি প্রথমে ভেবেছিলাম সৃজিতের নাম করে কোনো ফেক আইডি থেকে এমন মজা করছে। তার মতো একজন পরিচালক কেনই বা তার সিরিজে আমাকে নেবেন? তবে ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং বুঝতে পারি ঘটনা সত্যি।’

সৃজিত মুখার্জির প্রশংসায় বাঁধন বলেন, ‘গল্পের চরিত্রটা আত্মস্থ করতে সৃজিত আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। একজন ভাল পরিচালক, অভিনেতার থেকে সেরাটা বের করে নেন। আমি তাই পুরোটাই বিশ্বাস করেছি সৃজিতের ওপর। কলকাতায় যখন ছিলাম, তখন ঘণ্টার পর ঘণ্টা সৃজিত আমার সঙ্গে রিহার্সাল করেছেন।’ এই ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে সৃজিত মুখার্জি প্রধানতম কারণ বলে জানিয়েছেন বাঁধন। এছাড়া মুসকান জুবেরির চরিত্রে অভিনয়ের লোভটাও সামলাতে পারেননি অভিনেত্রী।

উপরে