দুই উপলক্ষে জিয়াউদ্দিন আলমের ৫ গান
বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে গীতিকবি, সুরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে প্রকাশ হয়েছে ৫টি নতুন গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শহীদ, ঐশী, কাজী শুভ, শাওন গানওয়ালা, উপমা ও হ্যাপি আফরিন।
জানা গেছে, দুই উপলক্ষে প্রথম গানটি প্রকাশ হয়েছে গত ৪ ফেব্রুয়ারি লেজার ভিশনের ব্যানারে, কাজী শুভ’র কণ্ঠে নতুন গানের মিউজিক ভিডিও 'জিন্দা লাশ'। সঙ্গীত আয়োজন করেন ইয়াসিন হোসাইন নিরু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন জনপ্রিয় ভিডিও নির্মাতা সৈকত রেজা। মিউজিক ভিডিওতে মডেল হয়েছে নবাগত রাকিব ও অধরা।
একই দিনে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘স্বপ্ন দেখা শুরু’ শিরোনামে মুক্তি পায় ইয়াসমিন লাভণ্য’ন সলো মিউজিক ভিডিও। এর সঙ্গীত আয়োজন করেন ওয়াহিদ শাহীন। ক্যামেরায় ছিলেন বিকাশ সাহা, সম্পাদনায় ও কালার ও পরিচালনায় জিয়া আলম। এরপর ১২ ফেব্রুয়ারি স্বর্ণা টিভির ব্যানারে শহীদ ও হ্যাপি আফরিনের কণ্ঠে নতুন মিউজিক ভিডিও ‘তুমি ভুলে যেওনা আমায়’। সংগীত আয়োজন করেছেন আশিক রহমান। মিউজিক ভিডিওটি কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু ও রতন। গানের মডেল হয়েছেন আসিফ আলম ও আনিকা। কথা ও সুরের পাশাপাশি নির্মাণও করেছেন জিয়াউদ্দিন আলম।
পরে ১৩ ফেব্রুয়ারি শিল্পী উপমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘যদি আসো তুমি’ শিরোনামে শাওন গানওয়ালা ও শারমিন উপমার প্রথম ডুয়েট গান মুক্তি পায়। গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করেছেন শারমিন উপমা। জিয়াউদ্দিন আলমের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন কাউসার খান।
বিশ্ব ভালোবাসা দিবসের পরের দিন ১৫ ফেব্রুয়ারি এম আর বেস্ট মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঐশী কণ্ঠে ‘মন নদী’ শিরোনামে একটি ফোক গান মুক্তি পায়। গানটি লিরিকাল ভিডিও প্রকাশ করা হয়েছে। আব্দুল আউয়াল রিয়াজের কথায়, গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম এবং সঙ্গীত আয়োজন করেছেন কাউসার খান।
৫টি গান প্রকাশ প্রসঙ্গে জিয়াউদ্দিন আলম বলেন, গানগুলো প্রায় ছয়মাস ধরে করা হয়েছে। করোনাকালে একটি একটি করে ১০টি গান জমা হয়েছে। তার মধ্যে ৫টি গান প্রকাশ হয়েছে এক সাথে। ভিন্ন ভিন্ন অডিও কোম্পানি ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে গান ও ভিডিও প্রকাশ করেছে।