কৃষ্ণসার হরিণ হত্যা; ক্ষমা চাইলেন সালমান
বলিউড সুপারস্টার সালমান খান সিনেমা ছাড়াও নানা কারণে আলোচনাতে থাকেন। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আবারও আলোচনায় আসলেন বলিউডের এই অভিনেতা। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় এবার আদালতে কাছে ক্ষমা চাইলেন তিনি।
চলতি মাসের ৯ তারিখ ছিল মামলার শুনানি। সেদিন যোধপুর দায়রা আদালতে ভার্চুয়ালি হাজির হন সালমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নিয়ে ২০০৩ সালে ‘ভুলভাবে’ হলফনামা জমা দেওয়ার জন্য আদালতের কাছে ক্ষমা চান তিনি।
সালমান খানের আইনজীবী হাস্তিমাল সরস্বত আদালতকে জানান, ২০০৩ সালের ৮ আগস্ট তাদের দায়ের করা হলফনামাটি ভুল ছিল।অভিনেতা তা স্বীকার করে নিয়েছেন। এ জন্য সালমানকে ক্ষমা করা উচিত বলেও মনে করেন তিনি। এর আগে এই মামলায় পাঁচ বছরের সাজা পান সালমান। কিন্তু ২০১৮ সালে যোধপুর দায়রা আদালতে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় তার। উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হায়’ ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান ও তার সহ-অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধে। এই তালিকায় ছিলেন টাবু, সোনালি বেন্দ্রে, নীলম ও সাইফ আলী খান। ২০১৮ সালে এই মামলায় একমাত্র দোষী সাব্যস্ত হন ভাইজান।