পাকিস্তানি শিশুদের রক্ত দান আরতুগ্রুলের অভিনেতা আল্প গাজীর
তুর্কি টিভি সিরিয়াল দিরিলিস আরতুগ্রুল ব্যাপক দর্শকপ্রিয় এই উপমহাদেশে। সাম্প্রতিককালে কোনো টিভি সিরিয়াল নিয়ে বিশ্বজুড়ে এতো আলোচনা হয়নি। যা হচ্ছে তুর্কি সিরিয়াল আরতুগ্রুল নিয়ে। এই সিরিয়ালকে বিশ্বজুড়ে মুসলিম দর্শকদের জন্য 'গেমস অফ থ্রোনস' হিসেবে পরিচিত।
প্যারিস থেকে পাকিস্তান অবধি ওই সিরিয়ালের রয়েছে অসংখ্য ভক্ত। যারা পোশাক থেকে শুরু করে সিরিজে দেখানো সবকিছু অনুকরণের করে থাকে। ভারতেও এখন ‘আরতুগ্রুল’ সিরিয়ালের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। অনেক ভারতীয়র মন জয় করেছে। বিশ্বব্যাপী খ্যাতনামা ইতিহাসভিত্তিক তুর্কি সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীরা তাদের কাজ দিয়ে মানুষের মন জয় করে চলেছেন।
এই সিরিজের সিরিয়ালে কমান্ডার আবদুর রহমান আল্প গাজীর ভূমিকায় অভিনয় করছেন সেলাল আল। বর্তমানে তিনি পাকিস্তানের করাচিতে অবস্থান করছেন। পাকিস্তান ভ্রমণে তিনি করাচির একটি শিশু হাসপাতালে রক্তদান করেছেন। তার এই মহৎ কর্মকাণ্ডে সবাই আনন্দিত, যা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। জানা গেছে, তার রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। সূত্র : ইয়েনি সাফাক।