ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০ ১২:১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদের চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
ক্যানসারে আক্রান্ত আব্দুল কাদের চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি

ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের।

বুধবার বিকেলে দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, ‘ওনার টিউমার হয়েছিল। সেটা পরে ছড়িয়ে পড়েছে। ক্যানসার এখন চতুর্থ স্টেজে রয়েছে। ফলে চিকিৎসা প্রক্রিয়া একটু জটিল হয়ে গেছে।’

জানা গেছে, কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন আব্দুল কাদের। অবস্থার অবনতি হলে ৮ ডিসেম্বর তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

অভিনয় শিল্পী আহসান হাবিব নাসিম বলেন, ‘আজই উনার পরিবারের সদস্যদের সঙ্গে আমার কথা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

বাংলাদেশ টেলিভিশনে অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আব্দুল কাদের। প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। হুমায়ূনের ‘নক্ষত্রের রাত’ নাটকে তার ‘দুলাভাই’ চরিত্রও দারুণ প্রশংসিত হয়।

এ ছাড়া হানিফ সংকেতের নির্দেশনায় বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত মুখ ছিলেন আব্দুল কাদের। ‘রং নাম্বার’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

উপরে