ঢাকা, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৪৩

নিশো-মেহজাবীনের ‘জন্মদাগ’

অনলাইন ডেস্ক
নিশো-মেহজাবীনের ‘জন্মদাগ’

দেশের অন্যতম টিভি স্টেশন চ্যানেল আই-এর জন্মদিন ১ অক্টোবর। এ দিন প্রতিষ্ঠানটি সম্প্রচারের ২২ বছরে পা রাখবে।

দিনটিকে ঘিরে নানা আয়োজনের মধ্যে অন্যতম হলো বিশেষ নাটক ‘জন্মদাগ’। আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে জুটি করে এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

গল্পে দেখা যাবে, একটি দম্পতি কয়েক বছর ধরে সংসার করছেন। সুখ-দুঃখের মাঝে হঠাৎই তাদের সংসার জীবনে কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু কী সেই ঘটনা?

‘জন্মদাগ’ নাটকের শুটিং হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। এ নাটকের আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অর্ণব অন্তু।

চ্যানেল আই সূত্র জানায়, নাটকটি প্রচার হবে ১ অক্টোবর রাত ৮টায়।

উপরে