নারী পাচারের গল্প ‘ইচ্ছে দহন’
এবার নারী পাচারের গল্প নাটকে তুলে ধরেছেন নির্মাতা দীপু হাজরা। আসাদুজ্জামান সোহাগ রচিত নাটকটির নাম ‘ইচ্ছে দহন’। বুধবার (১৭ সেপ্টেম্বর) নাটকটির শুটিং শুরু হয়েছে। বিটুএ ভিশন প্রযোজিত নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, আব্দুন নূর সজল, সালাহ্ খানম নাদিয়া, এস এম মহসিন, মীর শহীদ, জিনাত রেহানা লুনা, মীর আলী, আরিয়ান ইভা, ফকির মাহমুদ জাকির, জলি আক্তার, সরকার আরিফুল ইসলাম, পপি আক্তার, শিশির আহমেদ, পিপুলী ইসলাম, আনিকা আফরিন প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, জামশেদ মূলত একজন নারী পাচারকারী, নানা কৌশলে গ্রাম কিংবা শহর থেকে দালালের মাধ্যমে ঢাকা নিয়ে সে নারী পাচার করে। এবার চোখ পড়েছে তারই অফিসের নাইট গার্ডের মেয়ে অন্তরার উপর। টাকার লোভে বাবার বয়সী লোকটিকে বিয়ে করতে হয় অন্তরাকে। তবে কাবিননামা, বিয়ে সবই ছিলো সাজানো নাটক, প্রতারণা।
বিয়ের পর তেমন সুখ পায় না অন্তরা। মূলত তাকেও পাচার করার জন্যই এমন গল্প সাজানো হয়েছে। বিষয়টি অন্তরা টের পায়। একদিন ভোরে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। আচমকা গাড়ি চালক জোসেফের গাড়ির উপর এসে পড়ে অন্তরা, ঘটে মারাত্মক দুর্ঘটনা। এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।
নাটকটিতে জামশেদ চরিত্রে তারিক আনাম খান, অন্তরা চরিত্রে সালাহ্ খানম নাদিয়া ও জোসেফের চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল।