ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৭ আগস্ট, ২০২০ ০৯:২৫

মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি: মিথিলা

অনলাইন ডেস্ক
মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি: মিথিলা

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে গত সোমবার (২৪ আগস্ট) উন্মুক্ত কাঁধ-বাহুতে ব্লাউজহীন শাড়িপড়া একটি ছবি শেয়ার করেন রাফিয়াথ রশিদ মিথিলা। আবছা আলোয় তোলা ছবিটিতে খোলা চুলে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। সাথে ক্যাপশনে ছিল জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’র ‍দুটি লাইন : সব পাখি ঘরে আসে-সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ‘মিথিলা-ঝড়’। ফেসবুক-ইনস্টাগ্রামে তার প্রকাশিত মোহময়ী ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যার জের ধরে নানা আলোচনা-সমালোচনাও চলছে।

বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জীর বাড়িতে অবস্থান করছেন মিথিলা। ছবিটির বিষয়ে দেশের শীর্ষ একটি দৈনিককে মিথিলা বলেন, আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম। এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টাইনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।

 

উপরে