ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৬ আগস্ট, ২০২০ ০৯:১৫

স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে ফিরলেন করণ জোহর

অনলাইন ডেস্ক
স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রামে ফিরলেন করণ জোহর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের প্রভাবশালী নির্মাতা ও ধর্ম প্রোডাকশনসের কর্ণধার করণ জোহর সমালোচনার মুখে সামাজিক মাধ্যম ছেড়েছিলেন।বলিউডে স্বজনপোষণ নিয়ে দু’মাসে অনেক তর্ক-বিতর্কের ঝড় বয়ে গেছে। সমালোচনার সেই ঝড়ে অন্যতম নিশানা ছিলেন করণ জোহর। তাই সামাজিক মাধ্যম থেকে ডুব দিয়ে নিজেকে আড়ালে রেখেছিলেন এই নির্মাতা। 

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ফিরলেন ‘কে জো’। ইনস্টাগ্রামে ফিরে প্রথম পোস্টে করণ জোহর ভারতের তেরঙ্গা পতাকার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও গুপ্তধনসমৃদ্ধ এ আমাদের মহান জাতি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। ’

ইতোমধ্যে ধর্ম প্রোডাকশনস’র ব্যানারে নির্মিত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ মুক্তি পেয়েছে ১২ আগস্ট। তবুও নিজের সিনেমার প্রচারণার জন্য হলেও সামাজিক মাধ্যমে ফেরেননি করণ জোহর। ফিরলেন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। এর আগে করণ জোহর ইনস্টাগ্রামে সবসময় সক্রিয় থাকতেন। দু’মাস আগে ১৪ জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। সেদিনেই তিনি তার সবশেষ পোস্ট দিয়েছিলেন। সুশান্তের সঙ্গে তার ঘনিষ্ঠ একটি ছবি শেয়ার করে সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘বিগত বছরে তোমার সংস্পর্শে না থাকতে পারায় আমি নিজেই নিজেকে দোষারোপ করছি। আমার মাঝেমধ্যে মনে হতো, তোমার জীবনটা শেয়ার করার জন্য কাউকে হয়তো প্রয়োজন তোমার। সুশান্তের দুর্ভাগ্যজনক মৃত্যু আমার কাছে জেগে ওঠার জন্য অনেক বড় একটি ডাক। আমি আশা করি, এটা আপনাদের সবার মধ্যেও সাড়া জাগাবে।’ এমন পোস্ট দেওয়ার পর নেটিজেনদের আক্রমণের মুখে নীরব হয়ে যান করণ জোহর। শুধু ইনস্টাগ্রাম নয়, সবক’টা সামাজিক মাধ্যমেই নিষ্ক্রিয় ছিলেন করণ জোহর।

 

উপরে