ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩১ জুলাই, ২০২০ ২৩:৫১

এবার ঈদে বলিউড

অনলাইন ডেস্ক
এবার ঈদে বলিউড

একটু অবসর পেলেই আগে শাহরুখ খান ভাবতেন, যাক একটা দিন পাওয়া গেল। ঈদ এলে সেই একটা দিন তো দূরে থাক; একটু সময়ও বের করা কষ্ট হতো। অথচ গেল রমজানের ঈদ তার মতো সব খানের কেটেছে অখণ্ড অবসরে। এবারও তাই। কিন্তু নেই সেই আগের আনন্দ। ‘সিনেমাহীন’ জীবনে নায়কের কী আর আনন্দ থাকে!

প্রায় প্রতি ঈদে কোনো না কোনো খানের ছবি থাকে। সালমান খানের ছবি গত কয়েক বছরে প্রায় প্রতি ঈদে দেখা গেছে। মে মাসের ঈদে সালমানের ‘রাঁধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তি পাওয়ার কথা ছিল। এমনকি অক্ষয় কুমারের লক্ষ্মী বম্বের সঙ্গে ছবিটির প্রতিযোগিতার কথা নিয়েও অনেক আলোচনা হয়েছে। কিন্তু দিন শেষে করোনা কোনোটাই হতে দেয়নি। সহসাই যে বলিউডের কোনো ছবি হল রিলিজ হচ্ছে না তা প্রায় নিশ্চিত।

সর্বশেষ ২০১৩ সালের ঈদে কোনো ছবি ছিল না সালমানের। তবে শাহরুখ খান মুক্তি দিয়েছিলেন তার চেন্নাই এক্সপ্রেস।

ঈদ আর করোনা নিয়ে বলিউডের একজন ট্রেড অ্যানালিস্ট ইকোনমিক টাইমসকে বলেন, ‘২০০৯ সালের ঈদে ওয়ান্টেড এবং পরের বছর দাবাং মুক্তি পাওয়ার আগে বলিউডে ছবি মুক্তি দেয়ার দারুণ লোভনীয় সময়টা ছিল দিওয়ালী ও বড়দিন। কিন্তু সালমান একাই ঈদকে বলিউডের ছবি মুক্তি দেয়ার দারুণ উপলক্ষ প্রমাণ করেন। হিন্দি ছবির দুনিয়ায় ঈদ উৎসবকে বড় উপলক্ষ করে তোলার কৃতিত্ব অবশ্যই সালমানের। কিন্তু এবার আর সেটি হল না।’

অনলাইনে ভরসা: চলতি বছরের দুই ঈদের আগে-পরে অন্তত ১৩টি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। এখন কয়েকটি অনলাইন মাধ্যমে মুক্তি পাচ্ছে।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দর্শকেরা দেখতে পেয়েছেন ডিজনি হটস্টারে। শুক্রবার অ্যামাজন প্রাইমে এসেছে বিদ্যা বালানের শকুন্তলা দেবী। এছাড়া বিদ্যুৎ জামালের খোদা হাফেজও ডিজনি হটস্টারে দেখা যাবে।

অন্য তারকাদের মধ্যে অভিষেক বচ্চনের ছবি বিগ বুলও দেখা যাবে অনলাইনে।

মহেশ ভাটের বহুল আলোচিত ছবি ‘সাদাক টু’ এই মাসেই হলে আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি চলে যাচ্ছে ডিজনি হটস্টারে।

সালমান খানের ‘রাঁধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ আসছে না অনলাইনেও। দিওয়ালীতে সব কিছু ঠিক থাকলে আসতে পারে।

 

 

উপরে