ইত্যাদি ও ঈদের কয়েকটি ননফিকশন
সারা বিশ্বে ফিকশনের মতো সমান জনপ্রিয় নন-ফিকশন অনুষ্ঠানগুলো। তারকাদের নিয়ে টক শো, রিয়েলিটি শো, মিউজিক্যাল শো, ড্যান্স শো, গেম শো সহ নানা ধরনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানগুলোয় দর্শক ধরে রাখার উপাদানের কোনো কমতি থাকে না। কিন্তু আমাদের দেশে যে পরিমাণ ফিকশন বা নাটক নির্মিত হয়, সে তুলনায় নন-ফিকশন অনুষ্ঠান থাকে খুবই কম। গত রোজার ঈদে তেমন কোনো নন-ফিকশনের আয়োজনই ছিল না। তুলনায় এবার কোরবানির ঈদে বেশ কিছু নন-ফিকশন অনুষ্ঠান আসছে। এর মধ্যে দর্শকের সবচেয়ে আগ্রহ বিটিভির ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান হানিফ সংকেতের ‘ইত্যাদি’ নিয়ে। সাধারণত ঈদুল আজহায় ইত্যাদি নির্মিত হয় না। কিন্তু প্রচার শিডিউল অনুযায়ী ইত্যাদির নিয়মিত নতুন পর্বের প্রচার তারিখ ছিল ৩১ জুলাই। গত দুই দশক ধরে ইত্যাদি মানুষের মন জয় করে রেখেছে। করোনার এ সময়ে এবারের ঈত্যাদি নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে সাজানো হয়েছে ইত্যাদির এই বিশেষ পর্বটি। সংকলিত ইত্যাদি হলেও এবারের ইত্যাদিরও কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে। সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর হানিফ সংকেতের অনুরোধে ইত্যাদির মাধ্যমেই নতুন গান নিয়ে আবারও টিভি পর্দায় ফিরে এসেছিলেন এই গুণী শিল্পী। এবারের পর্বে দেখানো হবে শিল্পী এন্ড্রু কিশোরের পরিবেশিত সেই গানটিও। আরও রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির একটি বিশেষ পর্ব, জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ, গান ও নাট্যাংশ। ইত্যাদি একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। পুনঃপ্রচার হবে ৮ আগস্ট রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ নতুন করে নির্মিত না হলেও এর প্রযোজনা প্রতিষ্ঠান বেসরকারি চ্যানেল এটিএন বাংলার জন্য প্রতিবারের মতো এবারও নির্মান করেছে ‘পাঁচফোড়ন’ ম্যাগাজিন অনুষ্ঠানটি। নাটকীয়ভাবে এর প্রতিটি পর্ব উপস্থাপন করা হয়। এবারের উপস্থাপনা সাজানো হয়েছে করোনার কারণে নিজ বাসায় থাকা দুই বন্ধুর মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফোনালাপের মাধ্যমে। দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। আরও থাকবে সচেতনতামূলক আলোচনা, মতামত, করণীয় ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান গেয়েছেন নকীব খান, রয়েছে এস আই টুটুলের ধ্রুবতারা ব্যান্ড পরিবেশনা ও জনপ্রিয় সংগীতশিল্পী কনার গান। অনুষ্ঠানটি এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে। এটিএন বাংলায় ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টায় প্রচার হবে তারকাদের অংশগ্রহণে ১০ পর্বের বিশেষ আড্ডা অনুষ্ঠান ‘আনন্দ সময়’। অংশগ্রহণ করেছেন চিত্রনায়ক ওমর সানী, অনন্ত জলিল, আমিন খান, সায়মন, অভিনেতা মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, সজল, নাঈম, অভিনেত্রী নাদিয়া, বাঁধন, ভাবনা, সাফা কবীর, কণ্ঠশিল্পী আরেফিন রুমি, পড়শী, চিত্রনায়িকা মৌসুমী, মাহিয়া মাহি, বর্ষা, নিপুণ এবং আঁচল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক নিরব ও ইমন। বিটিভিতে প্রচার হবে জনপ্রিয় বিশেষ নৃত্যানুষ্ঠান। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে এ সময়ের জনপ্রিয় ১০টি জুটি নৃত্য পরিবেশন করেছে। এছাড়া এশিয়ান টিভিতেও রয়েছে নৃত্য আয়োজন। এটির কোরিওগ্রাফি করেছেন রবিউল। অনেক চ্যানেলে একাধিক লাইভ গানের অনুষ্ঠান রয়েছে। স্টুডিওতে রেকর্ড করা গানের অনুষ্ঠানও প্রচার হবে।
চ্যানেল আইয়ে প্রচার হবে তিনটি নন-ফিকশন অনুষ্ঠান। এর মধ্যে একটি শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় তারকাদের অংশগ্রহণে অনলাইনের আড্ডা অনুষ্ঠান ‘জীবনের গল্প’। এটি প্রতিদিন রাত ৮টায় প্রচার হবে। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনার জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায়। এ অনুষ্ঠানের মাধ্যমে জীবনযুদ্ধের কঠোরতাকে একপাশে রেখে গ্রামীণ খেলাধুলার অনাবিল আনন্দে মেতে ওঠে বাংলার কৃষক। পাশাপাশি থাকে দেশ বিদেশের বিস্ময়কর গল্প। এবারের আয়োজনে থাকছে ইতিহাসের প্রাচীন কৃষিসভ্যতার সূচনাকারী নীলনদের উৎসের সন্ধান, নুরেমবার্গ ট্রায়াল, ভাস্কো দা গামার খোঁজে সহ নানা প্রতিবেদন। থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের অনিন্দ্য নায়িকা ববিতার চলচ্চিত্র কথা। নন্দিত সংগীতশিল্পী সামিনা চৌধুরীর একক গানের অনুষ্ঠান ‘ফেরারী পাখিরা’ও দেখা যাবে চ্যানেল আইয়ের পর্দায়।