ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩১ জুলাই, ২০২০ ০০:২৩

নাটকে সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া!

অনলাইন ডেস্ক
নাটকে সারোগেট পদ্ধতিতে মা হচ্ছেন শবনম ফারিয়া!

নিঃসন্তান দম্পতিদের গর্ভ ভাড়া দিয়ে সন্তান লাভের ব্যবস্থা করে দেয়া নারীদের সারোগেট মাদার বলা হয়। এবার সেই সারোগেট মাদারের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে।

নাট্যনির্মাতা সাজ্জাদ সুমন ‘গর্ভধারিণী’ নাটকে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার গল্প এতে তুলে ধরা হয়েছে। গর্ভধারিণীর চরিত্র অভিনয় করেছেন শবনম ফারিয়া। তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, রাজীব-মিতুর সংসার ভালোই চলছিল। হঠাৎ এক অ্যাকসিডেন্টে রাজীবের বাঁ পা প্যারালাইজড হয়ে যায়। এ সময় তাদের অনেক টাকার প্রয়োজন হয়। বেশ আগে কবীর নামে এক ব্যক্তি মিতুকে সারোগেট পদ্ধতিতে সন্তান নেয়ার প্রস্তাব দিয়েছিল। এই দুঃসময়ে কবীরের কথা মনে পড়ে তাদের। এরপর কবীরের প্রস্তাবে রাজি হয়। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবে এগিয়ে যায় এই নাটকের গল্প।

নাটকটির নির্মাণ প্রসঙ্গে এই নির্মাতা বলেন, নাটকের মাধ্যমে ভালো গল্প তুলে ধরতে পারলে একজন নির্মাতার আত্মা তৃপ্তি পায়। অনেকদিন পর গর্ভধারিণীর গল্প বলতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। গর্ভধারিণীতে শবনম ফারিয়ার চরিত্রটি খুব চ্যালেঞ্জিং ছিলো। নির্মাতা হিসেবে বলছি, ফারিয়া তা অতিক্রম করেছে।

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকের চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। ঈদের পঞ্চম দিন রাত ১১টা ৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা সাজ্জাদ।

 

 

উপরে