ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ জুলাই, ২০২০ ০৮:৫৩

ঈদে আসছে নিশো-মেহজাবিনের ‘একাই ১০০’

অনলাইন ডেস্ক
ঈদে আসছে নিশো-মেহজাবিনের ‘একাই ১০০’

ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে অসহায়ত্বের শেষ নেই ভাড়াটিয়াদের। আর ব্যাচেলরদের ক্ষেত্রে এই অসহায়ত্ব হয়ে ওঠে যেন নিয়তির লিখন! বাড়িওয়ালাদের সঙ্গে পরাজিত হয়ে আর নয়। বাকি জীবন গাড়িতেই কাটিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা আফরান নিশো!

তবে বাস্তব জীবনে নয়। এমন গল্প দেখা যাবে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘একাই ১০০’ নাটকে। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

এ প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন, ঢাকা শহরে ব্যাচেলরদের বাসা বিড়ম্বনার ঘটনার গল্প নিয়েই এই নাটক। আশা করি দর্শকরা নাটকটি দেখে ভিন্নতার সঙ্গে বেশ মজা পাবেন।

নাটকের গল্পে আফরান নিশোর ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হয় স্থানীয় সৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ, তার গাড়িতে সব থাকলেও টয়লেট নেই। সে জন্য টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা থাকে। এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিলো ব্যাচেলরের জীবন।

কিন্তু ব্যাচেলর বাসা না পেলেও তার জীবনে হঠাতই একটি প্রেম আসে। কিন্তু গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই! যে নিজেকে এতদিন একাই একশো ভাবছিলো, তার প্রেমের পরিণতি কী হবে এখন? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের শেষাংশে। আগামী ৩ আগস্ট রাত সাড়ে ৯টায় ‘একাই ১০০’ নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

 

উপরে