নতুন জুটি পূজা-সুমন
অনুদানের আবেদনে ‘হৃদিতা’ ছবির নায়িকা হিসেবে পূজা চেরির নাম প্রস্তাব করেন যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। এবার চুক্তিও হয়ে গেল ‘পোড়ামন টু’ সেনসেশনের সঙ্গে। নায়ক হিসেবে আছেন এ বি এম সুমন।
সম্প্রতি ঘোষিত ২০১৯-২০ সালে সরকারি অনুদানের অন্যতম চলচ্চিত্র ‘হৃদিতা’। এটি নির্মিত হবে আনিসুল হকের একই নামের উপন্যাস অবলম্বনে।
বৃহস্পতিবার মগবাজারের একটি রেস্টুরেন্টে চুক্তিবদ্ধ হন নতুন জুটি পূজা-সুমন। পরিচালক জানান, বড় পরিসরে ঘোষণা দেওয়ার ইচ্ছা ছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতিতে অনাড়ম্বরভাবেই চুক্তি হয়ে গেল। সামনের দুই মাস প্রি-প্রডাকশনের জন্য সময় নেবেন তারা। এর পর শুটিং ফ্লোরে গড়াবে ‘হৃদিতা’।
সিনেমায় পূজা ও সুমনের নাম হৃদিতা ও কবির। নব্বই দশকের মোবাইলহীন দিনগুলো উঠে আসবে রোমান্টিক গল্পে।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে নতুন এ জুটি জানান, ‘হৃদিতা’র গল্প তাদের বেশ পছন্দ হয়েছে। উপন্যাসটি সুমনের আগেই পড়া ছিল। অন্যদিকে চিত্রনাট্য পড়ে প্রথমবার গল্পটি জানেন পূজা।
বর্তমানে পূজার হাতে আছে শান, সাইকো-সহ কয়েকটি ছবি। আর আলোচিত ‘মাসুদ রানা’ সিরিজের নাম ভূমিকায় থাকছেন সুমন।