ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ২২ জুলাই, ২০২০ ০০:৩৭

দুঃখ একটাই আমাকে বয়কট করা হলো: মিশা

অনলাইন ডেস্ক
দুঃখ একটাই আমাকে বয়কট করা হলো: মিশা

নিজেদের ও সংগঠনের অস্তিত্ব রক্ষার্থে আমা’দের প্রতিবাদ সভা করতে হচ্ছে। কোনো বি’ষয় নিয়ে ভুল বোঝাবুঝি থাকার পরেও সবাইকে নিয়ে ঐক্য ‘হতে চাই। আম’রা কোনো রকম দলাদলি, হিং’স্রতা, বিদ্বেষ চাই না। আম’রা চাই চলচ্চিত্রের উন্নয়ন। আমা’দের শিল্পী সমিতির মূল কাজ শিল্পীদের স্বার্থ সংরক্ষণ। আম’রা সবাইকে সম্মান করে কাজ করে যাচ্ছি।’—কথাগু’লো বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

দুঃখ করে মিশা সওদাগর বলেন, ‘দুঃখ একটাই আমাকে বয়কট করা হলো! জায়েদের যদি কোনো অন্যায় থাকে, আমা’দের লিখিত আকারে দিতেন। আম’রা নিজেরা বসে সমস্যার সমাধান করতাম। আম’রা চলচ্চিত্রের এই ক্রা’ন্তিকালে শান্তি চাই। আম’রা শিগগির ক্ষণিকের ভুলটাকে শুধরে নেব। যদি না হয়, তাহলে সাংগঠনিকভাবে আম’রা সাত দিনের কর্মবিরতিতে যাব’ো।’

এর আগে চলচ্চিত্রের ‘স্বার্থ বিরোধী’ কর্মকা’ণ্ডে জ’ড়িত থাকার অ’ভিযোগে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্রের ১৮ সংগঠন। গত ১৫ জুলাই বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

মিশা তারই প্রতিবাদে রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিল্পী সমিতি। এ সময় এসব কথা বলেন মিশা সওদাগর।

 

উপরে