ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৭ জুলাই, ২০২০ ১২:১৮
সূত্র :

সন্তানের জন্য ঘরের বাইরে 'না'

অনলাইন ডেস্ক
সন্তানের জন্য ঘরের বাইরে 'না'

অভিনেত্রী পূর্ণিমার একমাত্র মেয়ে আরশিয়া উমাইজা। মেয়েকে নিজের জীবনের চেয়ে ভালোবাসেন ‘হৃদয়ের কথা’ অভিনেত্রী। এই করোনাকালে মেয়ের কথা চিন্তা করে এক দিনের জন্যও ঘরের বাইরে যাননি তিনি। শুধু তা-ই নয়, নাটক-টেলিফিল্ম তো দূরের কথা, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন পূর্ণিমা। 

লোভনীয় চরিত্র নিয়ে হাজির হলেও পূর্ণিমার সাড়া পাননি পরিচালকেরা। 

পূর্ণিমা বলেন, “‘১৯৭৫—অ্যান আনটোল্ড স্টোরি’ ছবিতে দারুণ একটি চরিত্রে অভিনয় করার কথা বলেছিলেন পরিচালক। কিন্তু করোনার মধ্যে শুটিং হবে জেনে আমি পিছিয়ে এসেছি। গত চার মাস যখন অপেক্ষা করতে পেরেছি, আর কিছুদিন না হয় অপেক্ষা করলাম মেয়ের কথা ভেবে। আসলে জীবন আগে তারপর কাজ। সবার সেটা বোঝা উচিত। করোনার এই মহামারি না যাওয়া পর্যন্ত আমি ক্যামেরার সামনে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”

 

উপরে