ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৫ জুলাই, ২০২০ ১৬:০০
সূত্র :

নুসরাত ফারিয়ার সঞ্চালনায় ‘আনন্দ মেলা’

অনলাইন ডেস্ক
নুসরাত ফারিয়ার সঞ্চালনায় ‘আনন্দ মেলা’

নুসরাত ফারিয়ার প্রতিভার কমতি নেই। সব কিছু ছাড়িয়ে হালে নায়িকা হিসেবে পরিচিতি বেশি। তারপরও সঞ্চালক হিসেবে ডাক পড়ে মাঝে-মধ্যেই।

এই গ্ল্যামার গার্ল জানালেন, বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী ঈদ আয়োজন ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করতে যাচ্ছেন।

১৮ ও ১৯ জুলাই বিটিভির অডিটোরিয়ামে অনুষ্ঠানটির চিত্রায়ন হবে।

এর আগেও ‘আনন্দ মেলা’য় অংশগ্রহণ নিয়েছিলেন ফারিয়া। তবে উপস্থাপক হিসেবে এইবারই প্রথম। ২০১৮ ও ২০১৯ সালে অনুষ্ঠানটির বিশেষ সেগমেন্টে পারফর্ম করেন তিনি।

বিটিভির সঙ্গে নুসরাত ফারিয়ার যোগাযোগ অনেক দিনের। স্কুলে পড়াকালে বিতর্ক প্রতিযোগিতায় একাধিকবার অংশ নেন তিনি। ওই সময় বিটিভিতে যাতায়াত ছিল। তিনি জানান, এবার ‘আনন্দ মেলা’ সঞ্চালনার সুযোগ পেয়ে ভীষণ খুশি।

বরাবরের মতো এবারও ঈদুল আজহার দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর প্রচার হবে ‘আনন্দ মেলা’।

এ দিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে ঢাকা-কলকাতার বেশ কয়েকটি সিনেমা। করোনার সাধারণ ছুটিতে অনেকদিন পারিবারিক খামার বাড়িতে অবসর কাটিয়েছেন তিনি। ঢাকায় ফিরেই মাস খানেক আগে বাগদানের ঘোষণা দেন। পাশাপাশি জানান, শুটিং ফ্লোরে ফেরার সময় হয়ে গেছে।

 

উপরে