ঢাকা, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আপডেট : ১২ জুলাই, ২০২০ ১৪:০০
সূত্র :

ঐশ্বরিয়ার করোনা নেগেটিভ

অনলাইন ডেস্ক
ঐশ্বরিয়ার করোনা নেগেটিভ

বলউিডরে ‘শাহনেশাহ’ অমতিাভ বচ্চন ও তাঁর ছলেে অভষিকে বচ্চন দুজনইে করোনায় আক্রান্ত হয়ে এখন মুম্বাইয়রে নানাবতী হাসপাতালে চকিৎিসাধীন রয়ছেনে। দুশ্চন্তিায় ছলি জয়া বচ্চন, ঐশ্বরয়িা রাই বচ্চন ও আরাধ্যকে নয়ি।ে তবে আপাতত স্বস্তরি খবর মলিছে।ে তাদরে তনিজনরেই করোনা টস্টে রপর্িোট নগেটেভি এসছে।ে

অমতিাভ বচ্চন ও জুনয়িার বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার পর পরবিাররে অন্য সদস্যদরে নয়িে চন্তিা বাড়ছলি অনুগামীদরে। ভারতীয় সংবাদমাধ্যম জি নউিজ জানয়িছে,ে জয়া বচ্চন, তার পুত্রবধূ ঐশ্বরয়িা ও নাতনি আরাধ্যরে কোভডি-১৯ অ্যান্টজিনে টস্টে নগেটেভি এসছে।ে

এদকি,ে বলউিডরে ‘শাহনেশাহ’ করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতইে তার ভক্ত-শুভানুধ্যায়ীদরে মধ্যে ব্যাপক উদ্বগে-উৎকণ্ঠা দখো দয়ে। বগি বি ও অভষিকেরে সুস্থতা কামনা করে একরে পর এক টুইট করতে করছনে ভক্তরা। এর প্রক্ষেতিে মুম্বাইয়রে নানাবতী হাসপাতালে বসে টুইট করনে জুনয়ির বচ্চন।

তনিি জানান, অমতিাভ বচ্চন ও তনি,ি দুজনইে ভাল আছনে। তাদরে দুজনরে শরীরে মৃদু উপর্সগ রয়ছে।ে দুজনরে অবস্থাই স্থতিশিীল বলে জানয়িছেনে অভষিকে বচ্চন।

উপরে