করোনার হানা কোয়েলের বাড়িতে, মা-বাবা-স্বামী সবাই আক্রান্ত!
করোনার থাবা এবার সরাসরি টলউিড।ে কোভডি-১৯ এ আক্রান্ত হলনে কোয়লে মল্লকি-সহ পুরো পরবিার। শুক্রবার সন্ধ্যাতে কোয়লে টুইট করে জানান তার নজিরে ও বাবা রঞ্জতি মল্লকি, মা দীপা মল্লকি এবং স্বামী নসিপাল সংি রানরে করোনা রপর্িোট পজটিভি এসছে।ে
জানা গছে,ে গত দুসপ্তাহ ধরইে তারা জ্বর-র্সদি কাশতিে ভুগছলিনে। পরে দখো যায় শ্বাসকষ্টরে মতো উপর্সগও। এরপর কোয়লে ও তার মা-বাবার শরীর খানকিটা খারাপ হওয়ায় করোনার পরীক্ষা করা হয়। শুক্রবার সইে রপর্িোট পজটিভি এসছে।ে আপাতত তারা সকলে হোম কোয়ারন্টোইনে আছনে বলইে জানয়িছেনে অভনিত্রেী।
এই মুর্হূতে সন্তানকে নয়িে বাবার বাড়তিে আছনে কোয়লে। শারীরকি কোনও অসুস্থতা বা সমস্যা নইে তাদরে। দ্রুত সুস্থ হয়ে উঠুক সবাই। সইে র্প্রাথনাই করছনে সকল।ে কোয়লেরে টুইিটে রটিুইট করে সইে র্প্রাথনাই জানয়িছেনে জৎি, জৎি গাঙ্গুলীসহ ইন্ডাস্ট্ররি অনকেইে। সূত্র : এই সময়।