ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ২ আগস্ট, ২০২১ ১৬:৪৩

কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু ৭ আগস্ট

অনলাইন ডেস্ক
কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু ৭ আগস্ট

আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস। অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করার করা হবে। 

কারিগরি ও মাদ্রাসা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (২ আগস্ট) বোর্ডের পরিচালিক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী- ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যাণ্ড কলেজ হতে বদলিকৃত শিক্ষার্থীদের অনলাইন বদলি কার্যক্রম সূচারুরূপে সম্পন্ন করার কথা বলা হয়েছে। এছাড়াও অনলাইন ক্লাস শুরু করার অধিকতর প্রস্তুতি গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সকল শিক্ষা ক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস ১ আগস্টের পরিবর্তে ৭ আগস্ট হতে অনলাইন এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়।

উপরে