ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২০ ১৮:০৩

করোনার কারণে স্কুল খোলা না গেলে পরীক্ষার কি হবে? জানালেন সচিব

অনলাইন ডেস্ক
করোনার কারণে স্কুল খোলা না গেলে পরীক্ষার কি হবে? জানালেন সচিব

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা স্কুলগুলো খুলবো না। শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যাপারে আমরা দুইটা পরিকল্পনা হাতে নিয়েছি৷ একটি হচ্ছে অক্টোবরে খোলা হলে, আরেকটা হচ্ছে নভেম্বর খোলা হলে। আর এ বছর স্কুল খোলা না হলে পরীক্ষাও হবে না।

রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এসময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্কুলে আনতে পারি না। এসময় তিনি আরও জানান, দেশে সাক্ষরতার হার ৭৪ দশমিক ৭ শতাংশ। এটি বৃদ্ধি করতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

উপরে