এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হবে না
অনলাইন ডেস্ক

করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে স্কুল খোলা সম্ভব হলে স্ব স্ব স্কুল পরীক্ষা নিয়ে তাদের ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ করাতে পারবে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম আল হোসেন।
অবশ্য এইচএসসি, জেএসসি-জেডিসি পরীক্ষা এবং স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে যা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে এ বছরের পাবলিক পরীক্ষাগুলো হবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়।