প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস পালিত

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৫তম শহাদাৎ বার্ষিকী (১৫ আগস্ট, জাতীয় শোক দিবস) পালন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গত ১৬ই আগস্ট ২০২০, রোজ রবিবার, বেলা ১২ ঘটিকায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, জনাব মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস- চেয়ারম্যান জনাব মো: রায়হান আজাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান ও বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এ. জে. এম. ওমর ফারুক।
সকল বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন। আলোচনা অনুষ্ঠানটি বঙ্গবন্ধুর বর্ণিল জীবনের স্মৃতিচারণ, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান বিষয়ক আলোচনা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও দোয়ার মাধ্যমে শেষ হয়।