ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১০:৪৯

ওসি প্রদীপকে আদালতে তোলা হবে আজ

অনলাইন ডেস্ক
ওসি প্রদীপকে আদালতে তোলা হবে আজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি, টেকনাফ থানার ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে তোলা হবে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর)। ইতিমধ্যে দুদকের মামলায় ওসি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।

সোমবার সকাল ১০টায় প্রদীপকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে। এদিকে একই মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকি আসামি হলেও সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি দুদক। তবে চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে ব্যাপারে দুদকের পক্ষ থেকে পুলিশকে চিঠি দেয়া হয়েছে। দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট সানোয়ার আহমেদ লাভলু জানান, প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ২৩ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা দম্রি করেন দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। গত ২ সেপ্টেম্বর এই মামলায় আসামি প্রদীপকে শ্যোন অ্যারেস্ট দেখায় আদালত। একই সঙ্গে ১৪ সেপ্টেম্বর (সোমবার) ওসি প্রদীপকে আদালতে হাজির করার আদেশ দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান। আদালতের আদেশ অনুযায়ী ওসি প্রদীপকে আদালতে হাজির করতে শনিবার দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

 

উপরে