শাহজালালে গোল্ডপ্লেটসহ এক ব্যক্তি আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি গোল্ডপ্লেট আটক করা হয়। এঘটনায় জেদ্দা থেকে আসা খোরশেদ আলম নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকার কাস্টম হাউসের প্রিভেণ্টিভ টিম।
রোববার ঢাকার কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান এতথ্য নিশিত করেন।
মোহাম্মদ মারুফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের সদস্য বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে।
গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে রোববার আনুমানিক বিকেল সাড়ে তিন টার দিকে জেদ্দা থেকে আসা ফ্লাইট নম্বর -SV-৩০০৮ এর যাত্রী খোরশেদ আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভিতরে থাকা ইলেকট্রিক হট প্লেটের মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি গোল্ড প্লেট পাওয়া যায়।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।