ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ আগস্ট, ২০২০ ২০:০২

৯ কেজি সোনাসহ নারী আটক

অনলাইন ডেস্ক
৯ কেজি সোনাসহ নারী আটক

বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামক এক নারীরীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দিবাগত রাতে বানেছার বাড়ি থেকে সোনার বার উদ্ধার ও তাকে আটক করা হয়।

আটক বানেছা খাতুন ওই গ্রামের দুখে মিয়ার স্ত্রী। উদ্ধার করা সোনার দাম ছয় কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা। ভারত সীমান্ত-সংলগ্ন এলাকায় ওই নারী দীর্ঘদিন ধরে সোনা ও মাদক পাচারে জড়িত বলে সংশ্লিষ্টরা বলছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে- সাদিপুর গ্রামের বানেছা নামে এক পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার করবে। খবর পেয়ে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের একটি টহলদল ওই নারীর বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে প্রায় ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। আটক করা হয় বানেছাকে। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ছয় কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা সোনা উদ্ধার ও পাচারকারী নারীকে আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীর বিরুদ্ধে সোনা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

উপরে