ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ আগস্ট, ২০২০ ১৪:৩১

৩৯ লাখ টাকাসহ ‘ইভ্যালী’ এর ৩ কর্মকর্তা আটক

অনলাইন ডেস্ক
৩৯ লাখ টাকাসহ ‘ইভ্যালী’ এর ৩ কর্মকর্তা আটক

অগ্রীম টাকা নিয়ে সময় মতো গ্রাহককে চাহিদার পন্যটি না দেয়াসহ নানা অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরের ইভ্যালীর একটি শাখা থেকে প্রায় ৩৯ লাখ নগদ টাকাসহ ইভ্যালীর স্থানীয় ম্যানেজারসহ তিনজনকে আটক করেছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পারিল বাজারে অবস্থিত ইভ্যালী ই-কমার্স নামের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালান সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার।

তিনি জানান, ইভ্যালী নামের ওই প্রতিষ্ঠান বলধরা এলাকার পারিল বাজারে একটি অফিস নিয়ে গ্রাহকদেরকে বেশী মুনাফার প্রলোভন ও বিভিন্ন পন্যের আকর্ষনীয় অফার দিয়ে পন্য বিক্রি ও চাহিদাকৃত পন্য সময় মতো না দিয়ে গ্রহকদের সাথে বেশ কয়েক মাস ধরে প্রতারনা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা সোমবার দুপুরে পারিল বাজারে অবস্থিত ইভ্যালীর অফিস থেকে নগদ ৩৮ লাখ ৮৯ হাজার ৩শত টাকা সহ অফিস ব্যবস্থাপক বলধরা গ্রামের সুরুয মিয়ার ছেলে বিপ্লব (২৫), সহকারী ব্যবস্থাপক পারিল গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে ববিদুল ইসলাম (২৫) ও পারিল নওধা গ্রামের ফজলুল হকের ছেলে জামাল (৩৮) কে আটক করা হয়। আটককৃদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করার প্রস্তুতি চলছে। আটককৃতরা জানান, তারা ইভ্যালীর নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোবাইলে কিংবা অনলাইনে নানান ধরনের প্রোডাক্ট অর্ডার নেন। পরে তা গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকে। কিন্তু এর আড়ালে ওই প্রতিষ্ঠানটি অল্প দিনে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিদিন বলধরা শাখায় এক থেকে দেড় কোটি টাকা বিকাশ ও নগদে গ্রহন করে।

 

উপরে