ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৪ আগস্ট, ২০২০ ১৯:২৮

নির্যাতিত মা-মেয়ের পাশে মানবাধিকার কমিশন

অনলাইন ডেস্ক
নির্যাতিত মা-মেয়ের পাশে মানবাধিকার কমিশন

কক্সবাজারে গরু চুরির অপবাদে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে ঘোরানোর ঘটনায় আইনগত সহায়তা দিতে ভুক্তভোগী মা-মেয়ের পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কক্সবাজার আদালতে মা মেয়ের জামিনের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ওই আইনজীবীকে নির্দেশণা দেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত “চোর অপবাদে মা- মেয়েকে রশি দিয়ে বেঁধে ঘোরানো হয় প্রকাশ্য সড়কে” শীর্ষক সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়। কমিশনের মাননীয় চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি এ বিষয়ে বলেন, এই ঘটনায় ভুক্তভোগী মা- মেয়ের মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। তিনি মনে করেন, এতে শুধু দুজন নারীর অপমান হয়েছে এমন নয়, এতে গোটা মানবজাতির অবমাননা হয়েছে। কোন মানুষকে এভাবে প্রকাশ্যে ঘোরানোর এখতিয়ার কাউকে দেওয়া হয়নি। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।

এতে বলা হয়, কোন অপরাধ সংঘটিত হলে আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন হবে। যারা এঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এজন্য গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পরেই ২৩ আগস্ট ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে দ্রুততার সাথে কমিশনকে অবহিত করার জন্য পুলিশ সুপার, কক্সবাজার বরাবর কমিশন থেকে পত্র প্রেরণ করা হয়। পাশাপাশি, ভুক্তভোগী মা-মেয়ের পক্ষে মামলা লড়ার জন্য কমিশনের প্যানেল আইনজীবী জনাব আ. জ. ম. মাইনুদ্দিনকে নিয়োগ দেয় কমিশন। তিনি তাদের জামিনের ব্যবস্থা করেছেন। তাদের প্রতি যে বর্বর আচরণ করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কমিশনের আইনজীবীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বোপরি, এই ঘটনায় অসহায় এই দুই নারীর পাশে থাকবে কমিশন।

 

উপরে